ইন্টারনেট চলবে ১৩০০ টাকার দেশী ফিচার ফোনে

আইটি বিষয়ক তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া মোবাইল সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com

ইন্টারনেট চলবে মাত্র ১৩০০ টাকার দেশী ফিচার ফোনে। জাভা সাপোর্টেড এমন একটি ফিচার ফোন এনেছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি ফোনটির মডেল নাম্বার ‘ওলভিও এমএম ১৯ জে’।

ফোনটিতে রয়েছে বিল্টইন ফেসবুক ও অপেরা মিনি। এবং ইডিজিই থাকায় ফেসবুক ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিং করা যাবে। ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের পর্দা।সামনে এবং পেছন রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা। দুটি সিম একসঙ্গে ব্যবহার করা যাবে।এছাড়াও রয়েছে এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিং সুবিধা, ওয়্যারলেস এফএম রেডিও,১৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি, ব্লাকলিস্টের সুবিধা, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির দাম মাত্র ১ হাজার ৩০০ টাকা।

তারিখঃ ২৭/১০/২০২০ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *