খুলনার তেরখাদায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পত্রিকার মোড়ক উন্মোচন

বিনোদন সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

mbtv24.com:

খুলনার তেরখাদায় ৩১ আগষ্ট সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে  বিভিন্ন  কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোল্যা জাফর আহমেদ এর সভাপতিত্বে শেরে বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় বিকেল ৪টায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী আবুল খায়ের। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সংগঠণের সেক্রেটারী মোঃ আসলাম শেখ, মশিউর রহমান।স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের সভাপতি মোল্যা জাফর আহমেদ।বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল নিরবতা পালন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, পত্রিকার মোড়ক উন্মোচন ও সকলের মাঝে বিতরণ, কবিতা পাঠ, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোঃ রবিউল ইসলামের সম্পাদনায় প্রকাশিত “অনুভব’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইখড়ি দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মাহবুবুর রহমান। এসময় ডাঃ বশির আহমেদ বাবলু, ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস, কৃপা সিন্ধু রায়, মোঃ রবিউল ইসলাম, মোঃ বাচ্চু শেখ, আবু সুফিয়ান, মোঃ পান্নু মোল্যা, সুভাষ চন্দ্র বাওয়ালী, দেবাশীস রায়, বিশ্বজিৎ সরকার,সুলেখা মনি, মেহেদী হাসান রনি, সুনিতা রবিদাস, আরশিয়া রহমান, বিউটি বেগম সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠণের কার্যকরী সভাপতি মোঃ শাহাবুদ্দিন বদির।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ৩১/০৮/২০২০ইং।

অনুভব পত্রিকা পড়তে এখানে ক্লিক করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *