মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত।

আন্তর্জাতিক সংবাদ রাজনীতি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

ডেস্ক রিপোর্টঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সাতটি দুর্নীতির  অভিযোগের সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্রে জানা যায়, মালেশিয়ার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজ্জালি মঙ্গলবার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির কোটি কোটি ডলার তছরুপের প্রথম মামলায় নাজিবকে দোষী সাব্যস্ত করে রায় দেন।তিনি বলেন, ‘’এই মামলায় সমস্ত তথ্য-প্রমাণ বিচার করে দেখা গেছে, রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।’’ দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের  ১০ বছরেরও বেশি কারাদন্ড হতে পারে।

অপরদিকে নাজিব তাঁর বিরুদ্ধে আনিত বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি মামলার শুনানিতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার পক্ষের আইনজীবীরা সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। উল্লেখ্য তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

mbtv24.com

তারিখঃ ২৯/০৭/২০২০ইং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *