radar, Bangladesh buy a radar, রাডার, বাংলাদেশী রাডার, প্লেন ডিটেক্ট, how to detect any plane by radar,

রাডার কিনতে যাচ্ছে বাংলাদেশ, উন্নত হবে এয়ার ব্যবস্থাপনা। বাড়বে আয়, ডিটেক্ট হবে যে কোন প্লেন

আন্তর্জাতিক সংবাদ তথ্য প্রযুক্তি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

ডেস্ক রিপোর্টঃ রাডার কিনতে যাচ্ছে বাংলাদেশে। যা ব্যবহারের ফলে  দেশের আকাশে যে কোন প্লেন উড়লেই তা তা শনাক্ত করা যাবে।দেশের উপর দিয়ে অন্য কোন দেশের প্লেন গেলে নির্দিষ্ট ফি পাবে বাংলাদেশ।

সূত্রে জানা যায়, পৃথিবীর বিখ্যাত এয়ার কোম্পানী এয়ার ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি কারিগরি চুক্তি করতে সম্মতি প্রদান করেছে মন্ত্রিসভা।এই চুক্তির ফলে একটি রাডার সিস্টেম কিনবে বাংলাদেশ।যেটি ব্যবহারের ফলে দেশের এয়ার ব্যবস্থাপনার সাথে সাথে দেশের আকাশে যে কোন প্লেন উড়লেই তা সনাক্ত করা যাবে এবং বিদেশের কোন প্লেন দেশের উপর দিয়ে গেলে তার জন্য নির্দিষ্ট অর্থ পাবে বাংলাদেশ। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হবে।

বর্তমানে বাংলাদেশের এই সুবিধা নেই। কারন দেশে যে রাডার সিস্টেম রয়েছে তা সব প্লেনকে  কাভার করতে পারেনা।

গত ২০ জুলাই সোমবার গণভবন থেকে একটি ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে প্রস্তাবিত এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।

প্রতিটি প্লেন থেকে মিনিমাম ৫০০ ডলার করে ফি পাওয়া যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

mbtv24.com

তারিখঃ ২৫/০৭/২০২০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *