kobita

কবিতা।।মন হারিয়ে যায় শ্রাবণে।।শংকরী সাহা।।

ছড়া-কবিতা সাহিত্য সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

আজ শ্রাবণের প্রথম দিনে,
মন হারিয়ে যায় ভালোবাসার শ্রাবণে,
মন ভরেছে ভালোবাসার জয়গানে,
শ্রাবণের প্রথম দিনে ভরেছে মন খুশির প্লাবনে।

নিরিবিলি একাকী মন খোঁজে
প্রফুল্লচিত্তে ভালোবাসার বাঁধন,
ভালোবাসার সে অমূল্য রতন,
খোঁজে একান্ত আপন মনে সারাক্ষণ।

শ্রাবণের বর্ষণে বৃষ্টির তালে তালে,
মাঠ ঘাট পথ ভরেছে বৃষ্টির জলে,
খাল বিল নদী পুকুর জলে থৈইথৈই
সবুজ বৃক্ষলতা ভেঙে গেলো কই

মেঘ কালো ছায়া মেলে শ্রাবণের আকাশে,
আজ শ্রাবণের প্রথম দিনে কদম ফুলের ঘ্রানে,
মন হারিয়ে যায় স্নিগ্ধ কোমল মায়াবী আবেশে
শ্রাবনের বর্ষণে তোমায় খোঁজে অগোচরে মনে।

বর্ষার শ্রাবণে হারিয়ে যাই বৃষ্টির ছন্দে,
রোদ মেঘ বৃষ্টি খেলা করে শ্রাবণের আকাশে,
সেই সুখেতে মন থাকে অনাবিল আনন্দে,
বৃষ্টির তালে তোমায় খোঁজে মন ভালোবেসে।

শ্রাবণের ঝর্নাধারা কি যে কথা বলে সুরে সুরে,
জোনাকির আলো নেভে আর জ্বলে শ্রাবণসাঁঝে,
বেলী গন্ধরাজ সৌরভ ছড়ায় চারিধারে,
শ্রাবণের সন্ধ্যায় মন ভরে শ্রাবণ ধারার মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *