খুলনার তেরখাদায় মাতৃত্বকাল ভাতাভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস.ই.ও সকল সংবাদ সংবাদ
Share on Social Media
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

MBTV24.COM
খুলনার তেরখাদায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৫ জুলাই,রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাতৃত্বকাল ভাতাভোগী মহিলাদের নারী ও শিশু স্বাস্থ্য, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, করোনা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ শেষে সকাল সাড়ে ১১টায় অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষনের সম্মানী ভাতা বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,  কিশোরী কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, শিক্ষক ও কো-অরডিনেটরবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর বেলা ২.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার তার নিজ কার্যালয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, শিক্ষক ও ক্লাব কো অর ডিনেটরদের ভাতা/সম্মানী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখ: ০৫/০৭/২০২০ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *