মুজিববর্ষ উপলক্ষে উত্তর বাংলার বিভিন্ন স্থানে গাঙচিল এর ৫টি কবিতা উৎসব সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক সংবাদ ফিচার-বিশেষ প্রতিবেদন বিনোদন সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

MBTV24.com:

আন্তর্জাতিক সাহিত্য সংগঠণ গাঙচিল মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ‘৫দিনব্যাপী গাঙচিল কবিতা উৎসব’ গাঙচিল এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেনের পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৫মার্চ ২০২০ নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী তে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বৈজ্ঞানিক তোহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গাজী নাবিউল ইসলাম, কবি এ্যাড এ বি সিদ্দিক, অধ্যাপক গোপাল চন্দ্র মিত্র, আব্দুর রশিদ, ঔপন্যাসিক গণেশ পাল, শিল্পী মোঃ ইউনুস আলী, এসো এমন লুত্ফুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, আব্দুর রহমান, মোঃ আকমল হোসেন, নাজমা নাহার মাধবী, মোঃ জামিল হোসেন, একরাম হোসেন খান, সাহেবরা খাতুন, কবি রত্ন আব্দুল আলীম মাস্টার, জিতেন্দ্র নাথ রায়, খগেন্দ্র নাথ রায়, মোঃ আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সভাপতি মেহেদী হাসান।

এছাড়া গত ৬মার্চ ২০২০ চাঁপাইনবাবগঞ্জে সরকারি পাবলিক লাইব্রেরী তে গাঙচিল কবিতা উৎসবের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী বৈজ্ঞানিক তোহা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান। অতিথি ছিলেন কবি এটিএম শহীদুল আলম, মোঃ আঃ খালেক, জালাল উদ্দিন সিদ্দিকী, এড. মোঃ আফসার আলী, নইমুল বারী, অধ্যক্ষ সাইদুর রহমান, ইকবাল আনোয়ার খান চাননা, প্রফেসর সুলতানা রাজিয়া।সাহিত্য সারথী আখতারা বেগম রোজী স্মৃতি গাঙচিল সম্মাননা’২০ প্রদান করা হয়: বীরাঙ্গনা মোহা আরবি বেগম, বীরাঙ্গনা হাজেরা বেগম, সাহিত্যিক এসো এমন লুত্ফুর রহমান, কবি মোঃ তৈমুর রহমান, কবি জাহ্নবী ছাইয়া, ঔপন্যাসিক গুলনাহার খানম,সঙ্গীত শিল্পী রুমানা ইতি, মোঃ মতিউর রহমান, মোঃ তাজ রহমান টনী। সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জ গাঙচিল সভাপতি প্রফেসর মোঃ ইব্রাহীম।

এছাড়াও গত ৭ মার্চ-২০২০ রাজশাহী আলুপট্টিস্থ তিয়ানসী হলঘরে উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী বৈজ্ঞানিক তোহা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কবি মোঃ: ফারুক আহমেদ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান। অতিথি ছিলেন গবেষক মোহা: জহিরুল ইসলাম, কবি হাফিজুল ইসলাম, কবি অনিক ইসলাম, কবি হাফিজুর রহমান, মায়া ইসলাম আছিয়া, কবি মরিয়াম তাসনিয়া তিথি, কবি রোজালীন সাময়া, শিল্পী মুসলেমা শিবলী, আহসান উল্লাহ রাসেল, কবি সোহেল রানা জীবন, কবি এরফান আলী এনাফ, কবি রেজাউল ইসলাম, কবি হুমায়ুন কবির, কবি হাফিজুর রহমান, কবি মেহবুব ইসলাম রহমত। সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জামাল দ্বীন সুমন।

গত ০৮ মার্চ-২০২০ বগুড়ার কালীবাড়ি প্রোগ্ৰেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী বৈজ্ঞানিক তোহা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ওয়াদুদ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঔপন্যাসিক রাব্বানী সরকার।

গত ০৯ মার্চ ২০২০ নওগার রেসিডেনসিয়াল মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান, প্রধান আলোচক ছিলেন ঔপন্যাসিক রাব্বানী সরকার, অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বৈঙানিক তোহা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কবিরত্ন খাজা আব্দুর রহমান। অতিথি ছিলেন: কবি আয়েশা সিদ্দিকা জোসনা, অধ্যক্ষ মাহবুব আলম, এমন এ হামিদ, জোসনা আরা বেগম, আমিনুর রশীদ, আঞ্জুমান আরা আদুরী, রাকিব আল হাসান, মোঃ মিজানুর রহমান, সাদেকুল ইসলাম, আহসান হাবিব, আঃ রাজ্জাক। সভাপতিত্ব করেন সংগঠনের ন ওগা সভাপতি প্রফেসর ওয়ালী উল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন গাঙচিল এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংগঠক কবি, গবেষক, ঔপন্যাসিক, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার অধ্যক্ষ খান আখতার হোসেন।

 

 

তারিখঃ ১০/০৩/২০২০ইং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *