তেরখাদায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

৯মার্চ সোমবার সকাল ১০টায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ শীর্ষক প্রতিপাদ্যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী ও উপসহকারী পরিচালক মোসাঃ রুমা পারভীন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ, ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান, রবিউল ইসলাম, ইকলাজ হোসেন, কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।

 

তেরখাদা, খুলনা।

তারিখ: ০৯-০৩-২০২০ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *