MBTV24.Com: খুলনার তেরখাদার কাটেংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের গলিতে গত রবিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে ভষ্মীভূত।
সূত্র মতে জানা যায়, ৫ জানুয়ারি ২০২০ রবিবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত ঘটে বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অগ্নিকান্ডে তরিক টেইলার্স, রফিক লন্ড্রি, রাসেল টেইলার্স, রবিউল লন্ড্রি, উমাউন মোল্যার মুদি মালামালের গোডাউন, শিমুল টেইলার্স ইমলাক টেইলার্সসহ উপজলা প্রেসক্লাব এর অস্থায়ী র্কাযালয় সর্ম্পূণ পুড়ে ভস্মীভূত হয়।
গভীর রাতে কাটেংগা বাজার জামে মসজিদের ইমাম সাহেব আগুনের ধুয়া দেখতে পেয়ে মসজিদের মাইকে সকলকে জানিয়ে দেন। তখন স্থানীয় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে থাকে। পরবর্তী খুলনার রূপসা ফাইয়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে র্দীঘ ২ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এই ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী দুঃখ প্রকাশ করেন এবং তাদের কে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ০৬/০১/২০২০ইং।