সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। দরজায় কড়া নাড়ছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মাস উপলক্ষ্যে MB TV24 আয়োজন করেছে ‘মাতৃভাষা বাংলায় প্রযুক্তি বিষয়ক ব্লগিং প্রতিযোগিতা-২০২০’। যে কোন ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১. অবশ্যই কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট, প্রোগ্রামিং, মাল্টিমিডিয়া, এ্যাপস ডেভলপমেন্ট, সোস্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সোস্যাল মিডিয়া ইত্যাদি বিষয়ক মৌলিক পোস্ট করতে হবে।
২. একজন ব্যক্তি একাধিক পোস্ট করতে পারবেন।
৩. পোস্ট করার পর উক্ত পোস্টটি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।
৪. পোস্টের সাথে পোস্ট রিলেটেড একটি থাম্বনেইল(ছবি)পাঠাতে হবে।যার সাইজ সর্বোচ্চ ৫০০ কেবি এর বেশি হবেনা।
প্রতিযোগীতায় বিজয়ী কিভাবে নির্বাচিত হবেন ?
১. ০১জানু-২০২০ থেকে ০১মার্চ-২০২০ইং তারিখ পর্যন্ত যে পোস্টের লাইক, পজেটিভ কমেন্ট, শেয়ার এবং ভিউ বেশি হবে সেই পোস্টটিই প্রথম স্থান অধিকার করবে। এভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন আকর্ষনীয় পুরষ্কার।
শর্তাবলীঃ
১. পোস্টের ভিউ কমপক্ষে তিন হাজার হতে হবে।অন্যথায় সেটি পুরষ্কারের জন্য বিবেচিত হবেনা।
২. পোস্টটি অবশ্যই পোস্টদাতাকে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।
৩. পোস্টটি অবশ্যই নিজস্ব হতে হবে। অন্য কোন সাইট থেকে আংশিক/সম্পূর্ণ কপি করা যাবে না। কপি পেস্ট করলে প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে এবং আপনার পোস্টটি প্রকাশ করা হবেনা।
৪. কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৫. শর্ত প্রযোজ্য।
লেখা পাঠানোর নিয়মঃ
১. প্রথমে “আপনিও লিখুন” মেনু থেকে Create Members Account মেনুতে ক্লিক করে অথবা সরাসরি নিম্মের লিংকে ক্লিক করে https://mbtv24.com/registration/?v=0f177369a3b7 ফ্রি রেজিষ্ট্রেসন করুন।তারপর আপনার প্রোফাইলটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করুন।
২. লেখা জমা দেওয়ার জন্য “আপনিও লিখুন” মেনু থেকে ‘লেখা পাঠান’ মেনুতে ক্লিক করুন। অথবা সরাসরি নিচের লিংকে ক্লিক করুনঃ https://mbtv24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8/?v=0f177369a3b7
আপনার সামনে একটি ফরম আসবে। এই ফরমেই আপনাকে লেখাটি জমা দিতে হবে।
৩. ‘ক্যাটাগরী- 1 নির্বাচন করুন’ অপসন থেকে ‘তথ্য প্রযুক্তি’ নির্বাচন করুন। এবং ক্যাটাগরী-2 অপসন থেকেও ‘তথ্য প্রযুক্তি’ বা টিপস/টিউটোরিয়াল’ নির্বাচন করুন।
৪. শিরোনাম এর ঘরে আপনার পোস্টটির একটি শিরোনাম/হেড লাইন লিখুন।
৫. বিস্তারিত এর ঘরে মূল পোস্টটি লিখুন।
৬. ছবি এর ঘরে একটি ছবি আপলোড করুন। ভিডিও আপলোড করার দরকার নাই।
৭. প্রতিবেদকের নাম এর ঘরে আপনার নাম লিখুন। আমাদের সাইটে রেজিষ্ট্রেসন করার সময় যে নামটি ব্যবহার করেছেন সেটি লিখুন।
৮. ঠিকানা এর ঘরে আপনার বিস্তারিত ঠিকানা লিখুন।
৯. মোবাইল নাম্বার এর ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখুন।
১০. ইমেইল নাম্বার এর ঘরে আপনার ইমেইল নাম্বারটি লিখুন।আমাদের সাইটে রেজিষ্ট্রেসন করার সময় যেটি ব্যবহার করেছেন অবশ্যই সেটি লিখুন।
১১. এবার Preview বাটনে ক্লিক করুন।
১২. আপনার পোস্টের প্রিভিউ দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে ‘পাঠান’ বাটনে ক্লিক করুন।
১৩. কোন ক্যাপসা আসলে সেটি দিয়ে ‘Submit Form’ এ ক্লিক করুন। I am not a robot অপসন আসলে সেটি সম্পূর্ণ করুন।
১৪. কিছুক্ষণের মধ্যে আপনি একটি কনফার্মেসন ম্যাসেজ পাবেন।ব্যাস আপনার কাজ শেষ।
এবার কর্তৃপক্ষ আপনার পোস্টটি যাচাই বাছাই করবেন। আপনার পোস্টটি মনোনীত হলে www.mbtv24.com সাইটে সেটি প্রকশিত হবে। যে বিষয়ে আপনাকে ইমেইল করে জানানো হবে। আপনার পোস্টটি প্রকাশিত হওয়ার পর এবার আপনাকে ঐ পোস্টটি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।যেমন- ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপসহ টুইটার, লিংকদিন, ভিকে ইত্যাদি সোস্যাল মিডয়ায় শেয়ার করুন।
আপনার পোস্টে যত ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার ও পজেটিভ কমেন্ট পাবেন তত আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আপনার পোস্টের ভিউ,লাইক, কমেন্ট এবং শেয়ার সংখ্যা MBTV24 কর্তৃপক্ষ ছাড়াও আপনিও সেটি দেখতে পাবেন।
তাহলে আর দেরি না করে এক্ষনই প্রতিযোগিতায় নেমে পড়ুন আর জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার। নিজেকে প্রমাণ করুন শ্রেষ্ঠ হিসেবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ইতি টানছি। খোদা হাফেজ।