খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. সুজিত অধিকারী নির্বাচিত হয়েছেন।
আজ ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর ও জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাউন্সিলর অধিবেশনে এ ঘোষনা দেন।
উল্লেখ্য ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত বছর ১৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা পরলোক গমন করায় এ্যাড সুজিত অধিকারী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. সুজিত অধিকারী নির্বাচিত হওয়ায় খুলনার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা তাদেঁরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারিখঃ ১০/১২/২০১৯ইং।
খুলনা।