MBTV24.Com: খুলনার তেরখাদায় ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার গুজব ছড়িয়ে পড়ে পেয়াজের মত লবণের সংকট দেখা দিয়েছে। এবং লবণের দামও পেয়াজের মতো বহুগুন বেড়ে যাবে। এই সংবাদ পেয়ে উপজেলার সাধারণ জনগণ বিভিন্ন বাজারে মুদি দোকানে ভীড় জমায় লবণ কিনতে।বাজারের প্রায় সকল মুদি দোকানের সামনেই দীর্ঘ লাইন পড়ে যায়। প্রত্যেকের চাহিদা লবণ।দাম বেড়ে যাবে তাই আগে ভাগে কিনে রাখছেন। এদিকে বাজারে চাহিদা হঠ্যাৎ বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী স্বাভাবিক মূল্য থেকে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করতে শুরু করেন।কিছু দোকানে ৪০ থেকে ৬০ টাকা দরেও লবণ বিক্রি হয়েছে বলে অনেকে অভিযোগ করেন।
এই সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল উপজেলার তেরখাদা বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার শেখপুরা বাজারের মিরাজুল নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্সসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাধারণ জনগণকে লবণের মূল্য বৃদ্ধি পাবে এমন গুজবে কান না দিতে এবং ব্যবসায়ীদের কে স্বাভাবিক মূল্যে থেকে বেশি মূল্যে লবণ বিক্রি না করার জন্য প্রচার প্রচারণা চালান।
লবণের বাজারে কতিপয় অসাধু চক্র কর্তৃক আগুন লাগার সাথে সাথেই উপজেলা প্রশাসনের উদ্যোগে সে আগুন নিভে যাওয়ায় বাজারে লবণের মূল্য স্বাভাবিক থাকায় প্রশাসন কে সাধারণ জনগণ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৯/১১/২০১৯ইং।