
তেরখাদার পাতলা সেবাশ্রমে খুলনা-৬ আসনের সাংসদের মায়ের সুস্থ্যতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত
November 3, 2019MBTV24.Com: খুলনার তেরখাদা উপজেলার পাতলা বাজার সেবাশ্রমে গত ২ নভেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যা ৭টায় খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র মায়ের আশু রোগ মুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভা ও সন্ধ্যা আরোতির আয়োজন করা হয়। এসময় পাতলা বাজার সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি সজল বিশ্বাস এবং মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
MBTV24.Com
তারিখঃ ০৩/১১/২০১৯ইং।