সারাদেশের ন্যায় তেরখাদায় জেএসসি, জেডিসি পরীক্ষা শুরু। প্রথম দিনে অনুপস্থিত ৪১ জন

শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com:

সারাদেশের ন্যায় খুলনার তেরখাদায়ও  আজ ০২ নভেম্বর থেকে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৯। উপজেলার দুটি কেন্দ্রে তিনটি ভেুন্যতে জেএসসি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত চলে। এবার তেরখাদা উপজেলায় মোট জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১২৩৭ জন। এর মধ্যে ছাত্র ৫৪০ ও ছাত্রী ৬৯৭জন। প্রথম দিন বাংলা পরীক্ষায় ২০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো। অন্য দিকে জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় মোট ২৫৩জন পরীক্ষার্থীর মধ্যে ১৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।  উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

 

মোঃ রবিউল ইসলাম,

তেরখাদা,খুলনা।

তারিখঃ ০২/১১/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *