খুলনার তেরখাদায় আজ ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ভাসমান কনসার্ট। তেরখাদা ডাকবাংলো মোড়ে চিত্রা নদীতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও লেখক শিল্পী সমন্বয় পরিষদ।নদীর মাঝখানে ভাসমান মঞ্চ এবং নদীর দুই পাড়ে দর্শক। এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন সাহাবুদ্দিন বদির জানান, বাংলার কৃষি নববর্ষ ১ কার্তিক। তাই এই দিনে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। অনুষ্ঠানে বাংলার গ্রাম বাংলার জনপ্রিয় গান পরিবেশন করবেন স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের মূল কার্যক্রম বিকেল ৫টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।সকলের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রয়েছে।
দেশে-বিদেশে যে কোন জায়গায় বসে অনুষ্ঠান mbtv24.com এ লাইভ দেখানো যাচ্ছে।এছাড়া ইউটিউবে mbtv24 চ্যানেলে এবং MBTV24 ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখা যাচ্ছে।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৭/১০/২০১৯ইং।