তেরখাদায় ব্যতিক্রমধর্মী আয়োজন। পানিতে ভাসমান কনসার্ট

অনুষ্ঠানমালা বিনোদন সংবাদ সকল সংবাদ সংগীতানুষ্ঠান
Share on Social Media
 
    
   

খুলনার তেরখাদায় আজ ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ভাসমান কনসার্ট। তেরখাদা ডাকবাংলো মোড়ে চিত্রা নদীতে  এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও লেখক শিল্পী সমন্বয় পরিষদ।নদীর মাঝখানে ভাসমান মঞ্চ এবং নদীর দুই পাড়ে দর্শক। এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন সাহাবুদ্দিন বদির জানান, বাংলার কৃষি নববর্ষ ১ কার্তিক। তাই এই দিনে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। অনুষ্ঠানে বাংলার গ্রাম বাংলার জনপ্রিয় গান পরিবেশন করবেন স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের মূল কার্যক্রম বিকেল ৫টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।সকলের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রয়েছে।

দেশে-বিদেশে যে কোন জায়গায় বসে অনুষ্ঠান mbtv24.com এ লাইভ দেখানো যাচ্ছে।এছাড়া ইউটিউবে mbtv24 চ্যানেলে এবং MBTV24 ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখা যাচ্ছে।

 

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৭/১০/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *