তেরখাদায় অতিবৃষ্টিতে বিভিন্ন গ্রামে বন্যা।

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com: খুলনার তেরখাদায় ৯ অক্টোবর বুধবার  মধ্য রাতের পর থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার ভোর পর্যন্ত একটানা ভারী বর্ষনে উপজেলার বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তেরখাদা-কালিয়া ওয়াব্দা সড়কের পূর্বপার্শ্বের প্রায় ৪/৫ কিলোমিটার পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। এসকল জায়গায় বসতি ঘরে, বাড়ির আঙ্গিনায় ২/৩ ফুট পানি জমে গেছে। কয়েক জনকে বাড়ির আঙ্গিনায় জাল পেতে মাছ ধরতে দেখা যায়।স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওয়াব্দার ড্রেন দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা অবৈধভাবে উচু বাধ দিয়ে পুকুর  তৈরী করে মাছ চাষ করায় সেখানে পানি চলাচলের ব্যবস্থা বন্ধ হয়ে যায়।এই প্রভাশালী মহল পানি চলাচলের পথ বন্ধ করে মাছ চাষ করছে।অথচ এক সময় এই ড্রেন দিয়ে পানি চলে যেতো জয়সেনার খাল, হাজরার খাল দিয়ে বিলের মধ্য দিয়ে বিভিন্ন নদীতে।সে সময়ে এই সকল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো না। সম্প্রতি কয়েক বছর যাবৎ এরকম বৃষ্টি হলেই এসব এলাকায় পানি জমে তা উঠে পড়ে বসতভিটা-বাড়িতে। জয়সেনা, আটলিয়া ও রামমাঝি গ্রামের ওয়াব্দার পাশের বাসিন্দারা বর্ষা  মৌসুমে জলাবদ্ধতার দরুন নানা সমস্যার সম্মুখীন হন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

এছাড়াও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে অতিবৃষ্টিতে পুকুর, ঘের, রাস্তাঘাট, ঘর-বাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কয়েক ফুট পানি জমে গেছে।ফলে ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।অনেক মৎস্য ঘের/পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন মাছ চাষীরা।

 

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১০/১০/২০১৯ইং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *