MBTV24.Com: ১ অক্টোবর সোমবার বিকেল ৪টায় মধুপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধাম এর সভাপতিত্বে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে- মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯ উপলক্ষ্যে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাবু, মোঃ আব্দুল হাফিজ, এসআই শরিফুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, কাজী আক্তার হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম, ইউপি সদস্য মাফিজ, মৎস্যজীবীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মহি মোল্যা। অনুুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার শেখ আব্দুল ওদুদ। অনুষ্ঠানে মৎস্যজীবীদের কে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা থেকে বিরত থাকতে এবং সর্বদা কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ০১/১০/২০১৯ইং।