খুলনার তেরখাদায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে গ্রীণ বেল্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি এবং মাদক বিরোধী গণ সচেতনতা সভা অনুষ্ঠিত

কৃষি সংবাদ বিনোদন সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com:

খুলনার তেরখাদায় আজ ১অক্টোবর সোমবার সকাল ১০ টায় এবিএস মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে গ্রীণ বেল্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি এবং মাদক বিরোধী গণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও তেরখাদা ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায়, মোঃ সেলিম, পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, এফএম মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, আলমগীর হোসেন,  আব্দুর রাজ্জাক রাবু, দলিত পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম জমাদ্দার।অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন মাদক, বাল্য বিবাহ রোধ এবং বৃক্ষরোপনে সকলকে উৎসাহ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।তিনি প্রধান সড়কের দুপাশে, স্কুল চত্ত্বরে ও বিভিন্ন ফাঁকা স্থানে ফলদ, বনজ কাঠ জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *