MBTV24.Com:
খুলনার তেরখাদায় ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কালিনগরের চেসিস খালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাল থেকে অবৈধ জাল, পাটা, ভেশাল উচ্ছেদ করা হয়। উল্লেখ্য কালিনগরের চেসিস খালে অবৈধ দখলদার কর্তৃক জাল, পাটা, ভেশাল পেতে মৎস্য শিকার করতো। এতে করে পানি চলাচলে বিঘ্নসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ঘটনাস্থলে যান এবং উক্ত জাল, পাটা, ভেশাল উচ্ছেদ করেন। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে অনেকে জাল, পাটাসহ ভেশালের জাল খুলে নিয়ে পালিয়ে যায়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, শ্রীপুর পুলিশ ক্যাম্পের এ.এস.আই শাহাবুদ্দিন, মোঃ রেজোয়ানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মৎস্যজীবি আব্দুর রাজ্জাক রাবু, ফুলমিয়া ফকির, কালিপদ বিশ্বাস, বোরান মোল্যা প্রমুখ।