বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে খাল দখলের মহোৎসব পন্ড, উচ্ছেদ অভিযান অব্যাহত।

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   
বোরহান উদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় নতুন হাকিমুদ্দিন টু দিদার মাঝির মাছ ঘাট পর্যন্ত  খালটি বিভিন্ন স্থানে কতিপয়  অসাধু ব্যক্তি কর্তৃক অবৈধভাবে বাধ দেওয়ায় পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। যার ফলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী।  খাল দখলের মহোৎসবে মেতে উঠেছে কতিপয় অসাধু ব্যক্তি। উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার হস্তক্ষেপে পন্ড হলো এই মহা উৎসবের।
৩১ই আগস্ট,  শনিবার বিকেলে উল্লেখিত এলাকায় একটি  উচ্ছেদ অভিযান চালান বোরহানউদ্দীন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, নতুন হাকিমুদ্দিন বাজার ব্যবসায়ী ও দিদার মাঝিরঘাট ব্যবসায়ীরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
খালে উচ্ছেদ অভিযান  শেষে তিনি নতুন হাকিমুদ্দিন বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ সজিব, বোরহানউদ্দীন, ভোলা।
তারিখঃ ০১/০৯/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *