খুলনার তেরখাদায় গবাদি পশু ভাইরাস জনিত নতুন রোগ আক্রান্ত। আতংকিত খামারীরা।

কৃষি বিষয়ক কৃষি সংবাদ ফিচার-বিশেষ প্রতিবেদন সকল ভিডিও সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com

সম্প্রতি খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর এক ধরণের রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। বিশেষ করে গরুর এই রোগটি বেশি দেখা দিচ্ছে।এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই বেশকয়েকটি গরু মারা গিযেছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন উপজেলার কয়েকজন খামারী।বর্তমানে আতংকিত হয়ে পড়েছেন উপজেলার ছোট বড় সকল খামারীরা।MBTV24 টিম ২৪ আগষ্ট রবিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রোগাক্রান্ত গরু পরিদর্শন করেন। তারপর তারা গরুর চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে কথা বলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মনিরুল আলমের সঙ্গে।তিনি বলেন, এটি একটি ভাইরাস জাতীয় ছোঁয়াচে রোগ।সাধারণত মশা, মাছির কারণে এই রোগ ছড়ায়। এই রোগ থেকে বাঁচতে আক্রান্ত গরুকে সুস্থ্য গরুর থেকে দূরে রাখতে হবে। গোয়াল বা গরুর থাকার জায়গা ও আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের প্রতিনিধি মেহেদী হাসান রনি ও মোল্যা সেলিম আহমেদের পাঠানো ভিডিও চিত্র ও তথ্য নিয়ে আমাদের ডেস্ক রিপোর্ট দেখুন নিচ থেকে।

https://www.youtube.com/watch?v=xkhguuWMZGI&t=15s

 

MBTV24.com

তারিখঃ ২৭/০৮/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *