তেরখাদায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা-২০১৯ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

নিজস্ব প্রতিনিধি:

খুলনার তেরখাদায় বুধবার সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা -২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়্যারম্যান শেখ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন।

এবছর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় সরকারি নর্থ খুলনা কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ পর্যায়ে অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন(সর: নর্থ খুলনা কলেজ), মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ আরিফুল ইসলাম(শহীদপুর খান এ সবুর মাঃ বিদ্যালয়), মাদ্রাসা এবং কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে আটলিয়া কামিল মাদ্রাসা।  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এমডি মুক্তার হোসাইন(জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল কলেজ), শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মুন্সী ইনামুল কবির (সর: ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়), শ্রেষ্ট সহকারী প্রণব কুমার সাহা(সর: ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়)” গ” বিভাগে সর্বোচ্চ তিনটি ক্যাটাগরিতে(বাংলা কবিতা আবৃতি, তাৎক্ষনিক অভিনয় ও উপস্থিত বিতর্ক) শ্রেষ্ঠত্ব অর্জন করেন রনি মোল্যা, “ক” বিভাগে সর্বোচ্চ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন আইদা আলম প্রমি। পুরষ্কার বিতরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

 

 

রনি মোল্যা,

তেরখাদা, খুলনা

তারিখঃ ৩১/০৭/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *