MBtv24.com:
খুলনার তেরখাদায় আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামানের সভাপতিত্বে থানা কমপ্লেক্স মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), খুলনা নুর আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন। এ সময় বক্তব্য রাখেন পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, অরবিন্দ প্রসাদ সাহা, প্রফুল্ল কুমার মরু ঢালী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওসি (তদন্ত) স্বপন কুমার। এসময় উপস্থিত ছিলেন এসআই প্রভাষ মল্লিক, বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মিসকাত আলী, ইমদাদুল হক নান্নু, নাজমুল ইসলাম, আব্বাস আলী, রফিক মোল্যা, ইকরাম মোল্যা সহ স্থানীয় গণ্যমাণ্য ।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৩/০৭/২০১৯ইং