MBTV24.com:
খুলনার তেরখাদায় ১৮ জুলাই বুহস্পতিবার মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি রালী বের হয়ে হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তেন সকাল ১১টায় উদ্ভোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শরাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, অরবিন্দ প্রসাদ সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল হোসেন, প্রেস কাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, কালিপদ বিশ্বাস, বখতিয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৮/০৭/২০১৯ইং।