মোঃ সজিব, ভোলা প্রতিনিধিঃ গতকাল ১৪ই জুন শুক্রবার জুমাবাদ বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেলের মায়ের মৃত্যুতে মরহুমা নুরনাহার বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্টিত হয়েছে।
বোরহানউদ্দিন পৌরসভার হাওলাদার মার্কেটের বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বোরহানউদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওঃ মোঃ মিজানুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিউনের সভাপতি দিন ইসলাম রুবেলের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শোক সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহমান কবির, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, এডভোকেট মাহবুবুর রহমান, শাহাজাদা আখন, মোঃ হাসান তালুকদার, মহিউদ্দিন আজিম, মোতাছিম বিল্লাহ তছলিম, আব্দুল আজিজ, মোঃ নুরনবী, মোঃ হাচনাইন ফরাজী, মোঃ আব্দুল হাই মিয়াজী, ডালিম খন্দকার, মোঃ মেহেদি হাসান সোহান, মোঃ সজিব খানসহ সকল সদস্যবৃন্দ।