বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেলের মায়ের মৃত্যু

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

মোঃ সজিব, ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  এর সাধারণ সম্পাদক (বোরহানউদ্দিন শাখা),  বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বোরহানউদ্দিন শাখা) সভাপতি দিন ইসলাম রুবেলের মা নুরনাহার বেগম (৬৫) শনিবার সন্ধ্যা ৬টায় ইন্তিকাল করেছেন। (ইন্নানিল্লাহি…. রাজিউন)।

জানা যায়,  দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ্য ছিলেন। গতকাল ৮জুন শনিবার বিকেলে  তাহার শারীরিক অবনতি দেখা দিলে তাৎক্ষণিক বোরহানউদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় ফেরার কিছুক্ষনের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পরেন। মৃত্যুর সময় তাহার ছিল ৬৫ বৎসর।

অদ্য রাত ৯ টায় তাহার জানাজার নামাজ নিজ বাড়িতে অনুষ্টিত হয়।

তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বোরহানউদ্দিন ফেডারেক সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

মোঃ সজিব, ভোলা প্রতিনিধিঃ

তারিখঃ ০৯-০৬-২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *