স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত(ভিডিও সহ)

শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com:

খুলনার তেরখাদায় ২৩ মে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, সহকারী কমিশনার খাতুনে জান্নাত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, উদ্যোক্তা, ছাত্র-ছাত্রী, কৃষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ২৩/০৫/২০১৯ইং।

https://www.youtube.com/watch?v=z3lzp_AVW0c

1 thought on “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত(ভিডিও সহ)

Leave a Reply to IT House24 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *