শেরপুরের ঝিনাইগাতীর ৮ স্থানে স্যলো মেশিন দিয়ে বালু লুট, হুমকিতে ব্রীজ ও জনপদ

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

রিফাত হাসান সীমান্ত, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বুকচিরে প্রবহমান মহারশি নদীর অন্তত ৮ টি পয়েন্টে শক্তিশালী স্যলো মেশিন বসিয়ে দিনরাত চলছে বালু লুটের মহোৎসব। উপজেলার বিভিন্ন ঝর্না  খাল নদী থেকে চলছে বালু উত্তোলনের প্রতিযোগিতা। এর ফলে  সন্ধ্যাকুড়া বিদ্যমান মহারশি নদীর সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থার রয়েছে।

এসব বালু প্রতিদিন শত শত ট্রাক ভর্তি করে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন  একটি প্রভাবশালী চক্র।স্থানীয় পরিবেশ সচেতন মহল অভিযোগ তুলেছেন, মহারশি নদী থেকে এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের কারনে বর্তমানে নদীর তীরবর্তী এলাকার বসতি ও আবাদি জমি ভাঙ্গনের কবলে বিলীন হয়ে পড়ার উপক্রম হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ও গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়েছে।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বিদ্যমান মহারশি নদীর সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অবস্থায় যান চলাচল সচল রাখতে এবং স্থায়িত্ব ধরে রাখতে সেতুটির কাছে নদীর উজান এবং ভাটির এক কিলোমিটার এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

রিফাত হাসান সীমান্ত,

শেরপুর প্রতিনিধি

তারিখঃ ২২/০৫/২০১৯ইং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *