তেরখাদায় উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের প্রথম সভা ২১ মে ২০১৯ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য গত ১৩ মে ২০১৯ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।
তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আইয়ুব, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক কে এম আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ, সিনিয়র মৎস কর্মকর্তা দিলীপ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস,প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রাজিবুল হাসান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী,সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়রম্যান কৃষ্ণ মেনন রায়,এস এম দীন ইসলাম,উকিল উদ্দীন লস্কর ও শেখ মোঃ মহসীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের সিও আবু হুজাইফা। আলোচনা সভা শেষে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ রবিউল ইসলাম
সিনিয়র স্ট্যাফ রিপোর্টার
MBTV24.com
তারিখঃ ২১/০৫/২০১৯ইং।