শেরপুরে কাল বৈশাখী ঝড়। নিহত ১।ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে অনুদান দিলেন ইউএনও।

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com

শেরপুরের নকলায় ১৯ মে রবিবার  রাতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ঘরের উপর পড়ায় বিল্লাল মিয়া নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

সূত্র মতে জানা যায়, রবিবার শেরপুরের  নকলা উপজেলার অন্তত ৪টি গ্রামের ওপর দিয়ে কালবোশেখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু ফলজ ও বনজ  গাছ পালাসহ বাড়ী ঘর ক্ষতিগ্রস্থ হয়।

গভীর রাতে ঝড়ের সময় নকলার শিববাড়ি এলাকার বিল্লাল মিয়া তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঝড়ের সময় তার বাড়ির পেছনের কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের উপর পড়ে। এসময় স্থানীয় লোকজন এবং নকলা ফায়ার সার্ভিস এর কর্মীরা বিল্লাল মিয়া কে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লালের স্ত্রী সন্তানসহ আরও ২জন আহত হয়েছে।

ঘটনার পরের দিন সোমবার সকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ঘটনাস্থল পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা নিহতের পরিবারের কাছে তুলেদেন   এবং পুনরায় ঘর মেরামত করে দেয়ার আশ্বাস দেন।

 

রিফাত হাসান সীমান্ত

শেরপুর প্রতিনিধি

তারিখঃ ২০/০৫/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *