MBTV24.Com:
বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী আর নেই। ৭ মে মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে সুবীর নন্দী কিডনি ও হার্টের অসুখে ভুগ ছিলেন।গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাঁকে আইসিইউ তে রাখা হয়। এক সময় লাইফ সাপোর্টও দেওয়া হয়। ১৮ দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সুবীর নন্দীকে।কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত ৭ মে মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সুবীর নন্দীর জন্ম ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে। তার পিতার নাম সুধাংশু নন্দী ও মাতার নাম পুতুল রানী। মায়ের কাছেই সংগীতে হাতেখড়ি তাঁর।তুমুল জনপ্রিয়তা অর্জন করে তাঁর গাওয়া- ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’, ‘ও আমার উড়াল পঙ্খী রে’ সহ অসংখ্য গান।তিনি একুশে পদকসহ বহু পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
মোঃ রবিউল ইসলাম