Share on Social Media
MBTV24.Com:
বিশ্বের অনেক কিছুই বিষ্ময়ের সৃষ্টি করে।এরকম একটা বিষ্ময়কর ঘটনা ঘটলো চীনে। এক সূত্রে জানা যায়, চীনে বর্তমানে ১০০ নারীর জন্য রয়েছে ১০৪.৬৪জন পুরুষ। অর্থাৎ নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি।একারণে অনেক পুরুষই বিয়ে করতে কোন নারী পাচ্ছেন না। এদের কথা চিন্তা করে চীনের বিজ্ঞানীরা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) সম্পন্ন রোবট গৃহ বধু তৈরী করেছে।
তারিখঃ ২১/০৪/২০১৯ইং।