দোয়েলের পর এবার বাজারে আসছে বাংলাদেশে তৈরী ল্যাপটপ (ভিডিও সহ)

আইটি বিষয়ক আন্তর্জাতিক সংবাদ তথ্য প্রযুক্তি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

বাজারে আসছে দেশে তৈরী ল্যাপটপ তালপাতা

MBTV24.Com:

“তালাপাতা”।বাংলাদেশে ডাটাসফট নামে একটি প্রতিষ্ঠান ল্যাপটপটি তৈরী করেছে। একটি সূত্রে জানা যায়, ল্যাপটপটির নাম তালাপাতা রাখার কারণ। বাংলাদেশে এক সময় কাগজের অভাবে বা স্বল্পতায় তালপাতায় লেখা হতো। ছোট বেলায় অনেকেই হয়তো তালপাতায় লিখেছেন। এই স্মৃতিকে স্মরণ করেই ল্যাপটপটির নাম রাখা হয়েছে “তালপাতা”। চলতি বছরের এপ্রিলের মধ্যেই তালপাতা-ক, তালপাতা-ব এবং তালপাতা-প নামের তিন ধরণের ল্যাপটপ বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে বলে জানা যায়। এগুলোর উৎপাদন, সংযোজন করা হয়েছে বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরের ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’র ডেটা সফটের কারখানায়। ল্যাপটপ টির মূল্য ১০ হাজার টাকার নিচে থাকবে বলে জানা গেছে।এটি ব্যবহোর করে অফিসিয়াল কাজকর্ম সহ স্বাভাবিক কাজ করা যাবে।

তারিখঃ ২১/০৪/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *