MBTV24.Com:
তেরখাদায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার।ইতোমধ্যেই সকল প্রস্থুতি সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকল নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে পৌছে গিয়েছেন স্ব স্ব ভোট কেন্দ্রে।নিরাপত্তার চাদরে ঢাকা বর্তমানে পুরা তেরখাদা।উপজেলার সকল কেন্দ্রে অবাধ, সুস্থ্য ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের জন্য প্রর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, গ্রামপুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স ও মোবাইল কোর্ট টিম ও প্রস্থুত রয়েছে। উপজেলায় ৮ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আগামীকাল রবিবার ৩৬ ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।এবারের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ৩০/০৩/২০১৯ইং।