ঢাকার বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ৭, আহত ২৮, উদ্ধার শতাধিক (ভিডিও সহ)

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com: ঢাকা বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৮ জন আহত  হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রযেছেন। এছাড়া শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার অনুমান দুপুর ১২ টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারের আগুন লাগে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ভবনটি ২২ তলা বলে জানা গেছে। এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। স্থানীয়দের দাবী আগুন লাগার সময়  ভবনে অনেক লোক ছিলেন। এখানে রয়েছে বিভিন্ন অফিস।

আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট। এছাড়া নৌ ও বিমান বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানা যায়। আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে। আহতদের দের কে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

1 thought on “ঢাকার বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ৭, আহত ২৮, উদ্ধার শতাধিক (ভিডিও সহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *