তেরখাদায় উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্সের বিশাল সমাবেশ অনুষ্ঠিত (Video সহ )

আন্তর্জাতিক সংবাদ ফিচার-বিশেষ প্রতিবেদন শিক্ষা সংবাদ সকল ভিডিও সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com

“নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যে তেরখাদায় ১৯ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে “উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্সে”র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত চমৎকারভাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, খুলনা বিভাগের সকল জেলার প্রত্যেকটি উপজেলা কে মাদকমুক্ত করে খুলনা বিভাগ কে মাদকমুক্ত করতে হবে। এবং বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হবে। তেরখাদা কে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫ সহস্রাধিক লোক শপথ বাক্য পাঠ করেন।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট  মোঃ ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন এএসপি বদিউজ্জামান, এএসপি  মোঃ নুর আলম, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, কেএম আলমগীর হোসেন, এসএম দীন ইসলাম, প্রধান শিক্ষক আবুল বাশার, প্রদীপ কুমার সাহা প্রমুখ।

এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ শহিদুল ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু,  ভাইস চেয়ারম্যান পদে শারাফাত হোসেন মুক্তি,  এফএম মফিজুল ইসলাম, শেখ জনাব আলী,  শেখ তবিবুর রহমান,  এম ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাখি রানী বিশ্বাস, হোসনেয়ারা চম্পা, নাজমা আইয়ুব। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্যব্যক্তি সহ প্রায় ৫ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

Video দেখুন– https://www.youtube.com/watch?v=Rk9iwMe4kAE

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

19-03-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *