তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৬মার্চ বুধবার সকাল ১১টায় তেরখাদা সদরে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” শীর্ষক প্রতিপাদ্যে একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানব বন্ধনে ঐতিহ্যবাহী সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শহিদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় নারী সংগঠণ এবং বিভিন্ন এনজিও কর্মীবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, ক্রীড়া শিক্ষক মুন্সী ইনামুল কবিরসহ স্থানীয় নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ রবিউল ইসলাম,তেরখাদা, খুলনা।
MBTV24.com
তারিখঃ ০৬/০৩/২০১৯ইং।