তেরখাদায় উৎসবমূখর পরিবেশে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

রাজনীতি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com:

তেরখাদায় ৪ মার্চ সোমবার আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে সোমবার সকাল ৯টা থেকে বিরামহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল চলে। উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন যথাক্রমে- মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ মোঃ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কালু, মোঃ বাদশা মল্লিক; ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮জন, যথাক্রমে- মোঃ জনাব আলী, মোঃ শারাফাত হোসেন মুক্তি, মোঃ মফিজুর রহমান, এম ফরিদ আহমেদ, প্রফুল্ল  কুমার ঢালী, শেখ তবিবুর রহমান, মুন্সি ইমরান হোসেন, মোঃ আবু বক্কার সিদ্দিক,   মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন যথাক্রমে- নাজমা খান, নাসিমা   কবির, আঞ্জুয়ারা সুমি, পাখি রানী বিশ্বাস, হোসনেয়ারা চম্পা মনোনয়ন পত্র দাখিল করেন। বিকেল ৫টায় মনোনয়নপত্র গ্রহণ সমাপ্ত হয়। মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে উপজেলার সকল ভোটার, প্রার্থী এবং সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ, উদ্দীপনা দেখা যায়। সর্বত্র বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ০৪/০৩/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *