MBTV24.Com: তেরখাদায় ২ ফেব্রুয়ারি শনিবার খুলনার সীমান্তবর্তী নড়াইলের কলাবাড়িয়ার ঐতিহাসিক গাজীর কুঠিতে লেখক শিল্পী মিলন মেলা ও বনভোজন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ এ মিলন মেলায় অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে আলোচনা সভায় গাজীর কুঠির ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন বক্তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাবুদ্দিন বদির, শেখ রাসেল শিল্পী গোষ্ঠীর সভাপতি মোল্যা জাফর আহমেদ, উত্তর খুলনা উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ ফেরদৌসুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক ডাঃ বশির আহমেদ বাবলু, গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ তেরখাদা শাখার সভাপতি কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, নাট্য সম্পাদক হাফিজুর রহমান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার বৈদ্য, মোঃ আসলাম, আবু সুফিয়ান, দারা মোল্যা, এনায়েত মিয়া, বিশ্বজিৎ সরকার, সুনিতা রানী, মোঃ পান্নুসহ উপজেলার বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি পরিষদের শিল্পী ও লেখক-লেখিকাবৃন্দ।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দারা মোল্যা, ডাঃ বশির আহমেদ বাবলু, সুমি আক্তার, ময়ুরী, চুইন, প্রমুখ। প্রীতিভোজের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
গাজীর কুঠি থেকে
মোঃ রবিউল ইসলাম,
তেরখাদা, খুলনা।
তারিখঃ ০২/০২/২০১৯ইং।