বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলা,
রবিবার সন্ধ্যায় হাওলাদার মার্কেটের সড়কের ব্রীজ সংলগ্ন ভবনে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন বোরহানউদ্দিন পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম । অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন মেয়র । পরে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যবৃন্দ । এরপরে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, অনুষ্ঠানটি সঞ্চালণ করেন কোষাধ্যক্ষ শাহাজাদা আখঁন, এসময় সংগঠনের সহ সভাপতি আব্দুর রহমান কবির ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ সংগঠনিক সম্পাদক হাসান তালুকদার, প্রচার প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আজিজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুর রহমান, ক্রিয়া সম্পাদক মোঃ নূরনবী, সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ তছলিম, দপ্তর সম্পাদক হাসনাইন ফরাজী, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আইটি বিষয়ক সম্পাদক মোঃ সজিব,নির্বাহী সদস্য ডালিম খন্দকার সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার একদল তারুণ্যদ্বীপ্ত সংবাদকর্মী নিয়ে গত ১৮ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করেন । ওইদিন দ্বীপের দ্বীপ মনপুরায় বার্ষিক ভ্রমন ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
মোঃ সজিব,
বোরহানউদ্দিন, ভোলা।
তারিখঃ২৮/০১/২০১৯ইং।