ভোলার বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাথে ইউএনও এবং ওসির মত বিনিময়

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com:

ভোলার বোরহানউদ্দিনে ২০ জানুয়ারি ২০১৯ রবিবার রাতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির সাথে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কূদ্দুস ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ও.সি) অসীম কুমার শিকদারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পৃথক পৃথকভাবে তাদের অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কূদ্দূস ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সংগঠন অবহেলীত মানুষদের পাশে থাকবে। সমাজের সকল মানুষের কথা লেখনির মাধ্যমে তুলে ধরবে। এছাড়াও শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিকসহ অন্যান্য উন্নয়ন-মূলক কর্মকান্ডে তাদের অপরিসীম ভুমিকা থাকবে বলে আমি আশাবাদী।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার বলেন, বাংলাদেশ পুলিশ সকলের বন্ধু। সকল প্রকার অপরাধ দমনে শুধু পুলিশ না সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। প্রতিটি সাংবাদিক সমাজের কথা ভাবে। সমাজ নিয়ে কাজ করে। একইভাবে পুলিশও দেশ এবং সমাজের শান্তি-শৃংঙ্খলা স্থাপনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি বোরহানউদ্দিন ফেডারেল ইউনিয়নের সকল সাংবাদিকদের তথ্য দিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ অপরাধ দমনে পুলিশকে সহযোগীতার আহবান জানান।

পৃথক পৃথক মতবিনিময় শেষে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা আঃ কূদ্দূস ও  বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার কে ফুল দিয়ে অভিনন্দন জানান বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ।

এসময় উপস্থিত ছিলেন,  বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম রুবেল, সহ সভাপতি আব্দুর রহমান কবির, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ শাহাজাদা আখঁন,  প্রচার প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আজিম, ক্রিয়া সম্পাদক মোঃ নূরনবী, দপ্তর সম্পাদক হাসনাইন ফরাজী, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান  সোহান, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ সজিব, নির্বাহী সদস্য ডালিক খন্দকারসহ প্রমূখ।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শুক্রবার ভোলার মনপুরা উপজেলায় বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।

 

মোঃ সজিব, ভোলা প্রতিনিধি, ভোলা।

২১/০১/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *