তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ছয় ব্যবসায়ীর আর্থিক জরিমানা

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com

তেরখাদায় মঙ্গলবার বেলা ১২টায় জয়সেনা বাজারের ইব্রাহিম শেখ, হেমায়েত, আকিজ ও আব্বাস  এর গরুর মাংষের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা ও অপরিষ্কার থাকায় তাদের প্রত্যেক কে ৫শত করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এছাড়া কাটেংগা বাজারের সার ব্যবসায়ী খালিদ ও অপর এক সার ব্যবসায়ী কে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় প্রত্যেক কে ২হাজার করে মোট ৪হাজার টাকা জরিমানা করেন।

 

মোল্যা সেলিম আহম্মেদ

তেরখাদা, খুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *