MBTV24.com :
তেরখাদা মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের কামারোল ও ছাগলাদহ ইউনিয়নের ধানখালী আশ্রয়নের গরীব ও দুস্থদের দ্বারে দ্বারে ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী তাদের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বশরীরে দুস্থদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে তাদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, স্থানীয় মহিলা সদস্য সাবানা আক্তার, ইউপি সদস্য আশষি কুমার, আশ্রয়নরে সভাপতি মোঃ হিংগুল মোল্যা, নান্না মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক শিকদার। এছাড়া ছাগলাদহ ইউনিয়নের আশ্রয়নের দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে ইউনিয়নের চেয়ারম্যান এসএম দীন ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোল্যা সেলিম আহম্মেদ
তেরখাদা, খুলনা।
অনেক অনেক ধন্যবাদ স্যার কে।