মাটির নিচে শত বছরের রহস্যময়ী গ্রাম (ভিডিও সহ)

অজানা কথা আন্তর্জাতিক সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

চীনে এমন একটি গ্রাম রয়েছে যেখানে সব বাড়িই মাটির নিচে। প্রায় ২০০ বছর ধরে এই গ্রামের বাসিন্দারা মাটির নিচে বাড়ি তৈরী করে সেখানে বসবাস করছেন। সম্প্রতি মাসিক কারেন্ট নিউজ ম্যাগ্যাজিনের এক টুকরো খবরে জানা যায়, এখানে পরপর লাইন দিয়ে রয়েছে অন্তত হাজার দশের ঘর। বর্র্তমানে প্রায় তিন হাজার মানুষ এখানে বসবাস করছে।চীনের হেনান প্রদেশের কাছে রয়েছে এই ঘরগুলো।এই ধরণের ঘরগুলোকে ইয়ায়োডং বলা হয়।চীনের পার্বত্য এলাকায় প্রায় চার হাজার বছর আগে থেকে এই ধরণের বাড়ি তৈরী হতো বলে জানা যায়।বর্তমানে মাটির নিচে এই ঘরগুলোতে রয়েছে বিদ্যুৎ সংযোগসহ অত্যাধুনিক সব ব্যবস্থা। আশপাশেরর জায়গগা চাষাবাদের কাজে ব্যবহার করা যায়।৩২ হাজার ইউরোতে বিক্রি হয় এই ঘরগুলো এবং মাসিক ২১ ইউরো তে ভাড়া পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *