ইখড়ি নিবাসী মোল্লা আদিল উদ্দিন এর ডায়রী ও জনশ্রুতি মতে জানা যায়, তেরখাদা পূর্বে যশোর জেলার অধীন ছিল।এ অঞ্চলের ঘাট বিলার মাঠ, চাবড়ার বিল, কোলা বিল, সস্তার বিল ইত্যাদি মমাঠগুলো নলনাটা, পতিত, জঙ্গলে পরিপূর্ণ ছিল।বাংলা ১২৮৮ সালে খুলনা জেলা স্থাপিত হয়।তখন তেরখাদা থানা ছিল না।এ অঞ্চলের থানা ছিল খুলনা।এখানে ফাঁকা ফাঁকা বসতবাড়ি ছিল।বিভিন্ন এলাকার জমিদাররা বিশেষ করে হিন্দু জমিদাররা এ অঞ্চলের জমিদারী করতো।যেমন বরদা প্রসাদ রায়, রমা প্রসাদ রায় চৌধুরী, গোপাল হরিঘোষ চৌধুরী, খড়রিয়া ছোট জিলা, বড় জিলা, খড়রিয়া সিন্ডিকেট, হাটবাড়িয়া নিবাসী দ্বিজেন্দ্র লাল রায়, দশ আনি নিবাসী ক্ষীতিন্দ্রনাথ বিশ্বাস ও নড়াইলের জমিদার ধীরেন্দ্রনাথ রায়।এদের বাড়ি ছিল কলিকাতা,হাটবাড়িয়া, বাগেরহাট, নড়াইল ইত্যাদি এলাকায়।এছাড়া এদের অধীনস্ত গাতীদার ছিল।তাদের বাড়ি ছিল ঘাটভোগ,মৌভোগ ইত্যাদি অঞ্চলে। বিভিন্ন গ্রামে জমিদার গাতীদারদের চেনা জানা কিছু গণ্যমাণ্য ব্যক্তি ছিল।যেমন বারাসাতের গয়রাতুল্লাহ সরদার,বামনডাঙ্গা সাকিনের মোবারক ফকির, কাটেংগা সাকিনের ইয়াছিন মোল্লা ও আব্দুল হাকিম মোল্লা,জয়সেনা সাকিনের তোফাজদি শেখ, আটলিয়া সাকিনের মালেক মিয়া ও দারজতুল্লাহ, ইখড়ী সাকিনের ফকরুদ্দি মোল্লা,আহম্মাদ মোল্লা,হাকিম শেখ, সাচুনিয়া নিবাসী আবুল, আজিত মোল্লা,কোদরা সাকিনের আবু তারা মোল্লা, নলিয়ারচরের গয়েজদি শিকদার,শেখপুরার ভেরম সর্দার, আজগড়ার সুধন চ্যাট্যার্জী প্রমুখ গাতীদার ছিলেন ।ঘাটভোগ নিবাসী সীতাসুন্দরী বর্ম্মন, চারুচন্দ্র চট্টোপাধ্যায় ও জ্যোতিশ চন্দ্র চট্টোপাধ্যায়, জয়নগর নিবাসী বিজন বিহারী চক্রবর্তী,মৌভোগ নিবাসী অন্নদা চরণ রায়, বাঐসনা নিবাসী আব্দুল হামিদ সরদার, কলাবাড়িয়া সাকিনের দুদুমিয়া ও নুরুল হক মিয়া প্রমুখ হিন্দু জমিদার গাতীদার দ্বারা শাষিত হত। কোর্ট কাচারীতে কোন লোক যেত না।জমিদারের কর্মচারী দ্বারা স্থাণীয় লোকজনের গোলমাল বিচার মীমাঙসা করা হত।বিচারে জরিমানা খুব কম হত।অধিকাংশ বিচারে চৌদ্দ পোয়া, ঘাঁড়ে ইট রেখে নির্দিষ্ট সময় দাঁড়িয়ে থাকা ইত্যাদি শাষ্তির বিধান ছিল।
খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার “উত্তর খুলনা উন্নয়ন পরিষদ” গত স্বাধীনতা ও জাতীয় দিবস ২০০৮ সালে প্রকাশিত সাহস পত্রিকায় “তেরখাদার ইতি কথা” নামক রচনাটি এখানে তুলে ধরা হল। মূল রচনা মোল্লা আদিল উদ্দিন, গ্রাম- ইখড়ি।
সংগ্রহে : এ্যাড. শেখ নুরুল ইসলাম দিশারী, গ্রাম- মন্ডলগাতী, উপজেলা- তেরখাদা, জেলা- খুলনা।