Share on Social Media
অনেকেই সখ করে দামী কুকুর পোষেন।কিন্তু তারা যখন কোন প্রয়োজনে দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে থাকেন তখন এসব কুকুরকে নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়।ভারতের কলকাতায় এই সমস্যা দূর করার জন্য এগিয়ে এসেছে পশুক্লেশ নিবারনী সমিতি বা সিএসপিসি নামে একটি সংস্থা। এই সংস্থা কলাকাতার বউ বাজার এলাকায় পোষ্য কুকুরের জন্য গড়ে তুলেছে হলিডে হোম। তাদের নিকট কুকুর রেখে নিশ্চিন্তে দূরের ভ্রমনে যেতে পারবেন কুকুরের মালিকেরা। এই সংস্থাটি দিনে দেড় থেকে দুই হাজার রুপির বিনিময়ে প্রয়োজনীয় সকল পরিচর্যা করবে এছাড়া বয়স্ক কুকুরের জন্য এখানে তৈরী করেছে বৃদ্ধাশ্রম।