এবার মহাকাশে চালু হচ্ছে প্রথম হোটেল (ভিডিও সহ)

অনুষ্ঠানমালা আন্তর্জাতিক সংবাদ তথ্য প্রযুক্তি ফিচার-বিশেষ প্রতিবেদন সকল সংবাদ সংবাদ
Share on Social Media
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মহাকাশে চালু হচ্ছে প্রথম হোটেল “আরোরা ষ্টেশন”। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান “ওরিয়ন স্প্যান” মহাকাশে এই বিলাসবহুল হোটেল তৈরির ঘোসনা দিয়েছে। চার বছর পর এই হোটেলের যাত্রা শুরু হবে। এখানে দুই সপ্তাহের ভ্রমনে থাকা-খাওয়ার বিল বাবদ খরচ পড়বে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বা ৭৮ কোট ৮১ লাখ ২০ হাজার টাকা বা ৯৫  লাখ মার্কিন ডলার।রোমাঞ্চকর যাত্রায় যাত্রীরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ২০০ মাইল ওপরে লো আর্থ অরবিটে (এলইপি) উড়বেন। সেখান থেকে তারা পৃথিবীর চমৎকার দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *