সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি সকলে ভাল আছেন। আমরা অনেকেই অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করতে চায়। কিন্তু সত্যি কথা বলতে অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করা সহজ নয়।আপনাকে অনেক কাজ জানতে হবে।ভাল ইংরেজি জানতে হবে।তারপর চেষ্টা করতে হবে।কিন্তু অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা অনলাইনে আয় করতে চান, কিন্তু ভাল কাজ জানেন না। আবার অনেকে ফ্রিল্যান্সিং করার মত তেমন কোন কাজই এখনো জানেন না, বা শিখছেন এই পোস্টটি তাদের জন্য।এখান থেকে অল্প হলেও আয় করতে পারবেন।এবং বিকাশে টাকা তুলতে পারবেন। আর সব থেকে আনন্দের ব্যাপার হল এখান কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে তাদের কে সেটা বাংলায় লিখে পাঠাতে পারবেন এবং বাংলায় সমাধান পাবেন। কারণ এটা বাংলাদেশী সাইট।আর এটা মূলত অনলাইন মানি আর্নিং সাইট ও নয়।তাদের মার্কেটিং করতে কিছু দিনের জন্য একটা অফার দিয়েছে।তবে এটা হঠ্যাৎ করে বন্ধ হয়ে যাবে না। বন্ধ হওয়ার আগে সবাই কে জানিয়ে দিবে।যাহোক আমরা এবার জানবো এখান থেকে কিভাবে আয় করা যায়।
- আপনাকে প্রথমে এখানে ক্লিক করে একটা একাউন্ট করতে হবে(ফ্রি)। তারপর আপনিও লিখুন মেনু থেকে লেখা পাঠান মেনুতে ক্লিক করে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালসহ প্রযুক্তি বিষয়ক পোস্ট করতে হবে। তারপর আপনার পোস্টটি প্রকাশিত হওয়ার পর তার মার্কেটিং করতে হবে। মার্কেটিং বলতে ঐ পোস্টটি কে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।এই শেয়ারের কারণে ঐ পোস্টের ভিউ বাড়বে।আর এভাবে ঐ পোস্টের ভিউ, শেয়ার,লাইক, পজেটিভ কমেন্ট যত বাড়বে আপনার ততই লাভ হবে।অর্থাৎ আপনার কাজ হল মূলত পোস্ট করা এবং তারপর ঐ পোস্টের ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার সংখ্যা বাড়ানো। এখানে আপনার একটা টার্গেট থাকবে। প্রতি ০৭ দিনে, ১৫ দিনে ও ৩০ দিনে। টার্গেট যদি সাত দিনেই পূরণ করতে পারেন, তাহলে ২৫০০ পয়েন্ট পাবেন। ২৫০০ পয়েন্ট=৫০টাকা। টাকা তুলতে পারবেন বিকাশে।
- আপনি যদি লিখতে না পারেন, তা হলেও কোন সমস্যা নেই।কারণ এখানে অন্যের লেখা মার্কেটিং করেও উপার্জনের সুযোগ রয়েছে।
- এজন্য Money Earning মেনু থেকে Request Content মেনুতে গিয়ে সেখান থেকে একটি প্যাকেজের (বিনামূল্যে)অর্ডার দিন।তারপর আপনাকে একটা পোস্ট/ভিডিও’র লিংক দেওয়া হবে। এবার এই লিংকটা শেয়ার করুন। বেশি বেশি শেয়ার করে ঐ পোস্টের ভিউ,শেয়ার, লাইক, কমেন্ট বাড়ান। উল্লেখ্য ঐ পোস্টের ভিউ,শেয়ার, লাইক, কমেন্ট আপনার মাধ্যম ব্যতিত অন্য কারও মাধ্যমে হলেও তাতে আপনারই স্কোর বাড়বে।
- তাই ভয় পাওয়ার কারণ নেই।কারণ এমনিতেই সকল পোস্টের কমবেশি ভিউ,শেয়ার, লাইক, কমেন্ট হয়। তার সাথে আপনি আরেকটু করে দিলেন।ব্যাস আপনার তাতেই উপার্জন হয়ে গেল।
এভাবে ব্লগিং করে বা অন্যের লেখা মার্কেটিং করে উপার্জনের সাইট খুব কমই পাবেন। আমরা পিটিসি সাইটে গিয়ে সারা বছর হাজার হাজার ক্লিক করে ১ বা ২ডলার আয় করি। যাকে টাকায় কনভার্ট করে বাংলাদেশে আনতে আরো ৫ডলার খরচ করি। এর থেকে বাংলাদেশী সাইটের মার্কেটিং করে আয় করা ভাল।প্রথমত এখানে কাজ করলে ঝামেলা ছাড়াই বিকাশে পেমেন্ট পাবেন।যা বর্তমানে সবার নিকট আছে। তারপর বাংলাদেশী সাইট। পিটিসি সাইট থেকে ভাল। কাজের মাধ্যমে অনেক পোস্ট পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বাংলায় লিখে আয় করতে পারবেন। সোস্যাল মিডিয়া ব্যবহার করে আয় করতে পারবেন। সমস্যা বা মতামত বাংলায় লিখে পাঠাতে পারবেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কোন প্যাকেজ অর্ডার করতে (ফ্রি) এখানে ক্লিক করুন।
Hallo.i am mahadi.ami job korbo
আমাদের সাইট থেকে আয় করতে এই লিংকে গিয়ে দেখুনঃ
https://mbtv24.com/money-earning/
কোন পোস্টে আবেদন করতে চাইলে নিচের লিংকে যানঃ
https://mbtv24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8/?v=0f177369a3b7
আপনি এই পোস্ট টি তে বর্ণিত নিয়মে আয় করতে চাইলে https://mbtv24.com/registration/?v=0f177369a3b7 এই লিংকে ক্লিক করে উপার্জন করতে পারেন।