Share on Social Media
নববর্ষ
মোঃ রবিউল ইসলাম
চলে গেল আরও একটি বর্ষ,
পূর্ণ হলো না অনেক স্বপ্ন,
পেয়েছি কত দুঃখ-কষ্ট।
ব্যর্থতা, গ্লানি, হতাশা,
সবকিছু ভুলে নতুন আশায়,
চলো সামনে এগিয়ে।
ভুলে যাবো সব দুঃখ-কষ্ট,
সুখ আর সম্মৃদ্ধিতে ভরে যাক,
আমাদের নতুন বর্ষ।
সকল কে জানাই শুভ নববর্ষ,
আনন্দময় হোক সবার নতুন বর্ষ,
শুভ-শুভ, শুভ নববর্ষ।