তেরখাদায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ উদযাপিত

আন্তর্জাতিক সংবাদ তথ্য প্রযুক্তি শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com:

দেশের বিভিন্ন স্থানের ন্যায় তেরখাদা উপজেলায়ও ১২ ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ছিল সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালী। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।তারপর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বেলা ১ টায় চিত্রাংকন  ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দীকী, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সায়লা সুলতানা, প্রধান শিক্ষক সরদার মোকাদ্দেস আলী, MBTV24 এর CEO মোঃ রবিউল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১২/১২/২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *